ঘটনা একঃ
বন্ধুর ৩ বছরের প্রেমের সফল পরিনতি হলো গত সপ্তাহে। বিয়েতে আমিও আমন্ত্রিত ছিলাম। ওয়েডিং ফটোগ্রাফারেরা দেখলাম আমার বন্ধুর কোলে তার অতীব সুন্দরী নবপরীনিতাকে একদম শুইয়ে দিয়েছে; লম্বা কাউচের উপর সে তার মাথা আমার বন্ধুর উরুতে রেখে শুয়ে ছবির জন্য পোজ দিয়েছে, চারিদিকে চোখ ধাধাঁনো লাইট স্ট্রোব। খুবই রোমান্টিক সে দৃশ। দেখে মুগ্ধ হয়ে গেলাম।
ওদের মতো এইরকম রোমান্টিক, ক্রিয়েটিভ আর স্মার্ট প্রেম খুব বেশী দেখি নাই। বন্ধুর সময়জ্ঞান ছিলো মাত্রাতিরক্তি খারাপ। গত ৩ বছরের প্রতি ডেটিংয়েই সে দেরী করেছে। কিন্তু মেয়েটি একটুও রাগেনি, বরং আসার পর বন্ধুকে নিজের ওড়নার আচল দিয়ে কপালের ঘাম মুছিয়ে দিয়েছে। বেশীরভাগ সময় বিল মেয়েটাই দিতো। বন্ধুকে রীতিমতো যুদ্ধ করতে হতো বিল দেবার জন্য। অন্য মেয়েদের প্রতি তার ছিলো উদার মনোভাব। অন্য মেয়ের দিকে তাকালে বা কথা বল্লৈ রাগ করা বা কথা শোনানো, এসব সেই মেয়েটির স্বভাবে ছিলো না মোটেও। বন্ধুকে সময়মতো খাওয়ানো, ঘুম পাড়ানোসহ যাবতীয় কাজের ব্যাপারে খোজ খবর নেয়া সে সুচারুরূপে সম্পাদন করতো। এসবই বন্ধুর মুখ থেকে গত কয়েক বছর ধরে শোনা। Continue reading